| |
               

মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে : জিএম কাদের


সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে : জিএম কাদের


রহমত নিউজ ডেস্ক     27 May, 2023     10:03 PM    


জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সব কিছু সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। যেখানে ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ থাকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর, ইলেকশন কমিশনের ওপর, দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের ওপর, তখন সেটাকে আর বহুদলীয় গণতন্ত্র বলা যায় না। সেটা হয়ে যায় বাকশাল। বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে এবং সেটা বাকশাল। বাকশালীয় কথা যাদের স্মরণ আছে তারা চিন্তা করে দেখেন। 

আজ (২৭ মে) শনিবার বিকালে রংপুর সদর উপজেলার পাগলাপীরে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জাতীয় পার্টির রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক ডা. ইখলাসের সভাপতিত্বে ও সদর উপজেলা কমিটির সদস্য সচিব মাসুদার রহমান মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সংসদ সদস্য আদিলুর রহমান আদেল, ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগরের সহসভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, সদর উপজেলার আহ্বায়ক মাসুদ নবী মুন্না, রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন লিটন, জাতীয় যুব সংহতির জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর সভাপতি শাহিন হোসেন জাকির, জাতীয় ছাত্রসমাজের মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মাহবুবার রহমান বেলাল প্রমুখ।

জিএম কাদের বলেন, দেশে এক নায়কতন্ত্র চালু করেছে। এটা করতে গিয়ে আপনারা শুনেছেন আমেরিকা একটা স্যাংশন দিয়েছে। আমেরিকা ঢুকতে না দিলে হয় তো কানাডা ঢুকতে দেবে না, ইউরোপ ঢুকতে দেবে না, ব্রিটিশরাও ঢুকতে দেবে না। আমেরিকা একটা এমন নিয়ম চালু করেছে বিভিন্ন ধরনের সরকারি কর্মকর্তা যারা টাকা-পয়সা বিদেশে পাঠায়, এখন তাদের টাকা-পয়সা তো দূরের কথা তাদের ছেলে-মেয়ে, পরিবার পরিজনদেরকেও যেতে দেওয়া হবে না। আমেরিকার ভিসানীতির কারণে এখন তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে জাতীয় পার্টির রংপুর সদর উপজেলা কমিটির আহ্বায়ক মাসুদ নবী মুন্নার নাম ঘোষণা করেন। পরে উপস্থিত নেতাকর্মীদের সামনে তার হাত তুলে ধরে পরিচয় করিয়ে দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।